নরসিংদীতে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৬ ডিসেম্বর ২০২০, ০৭:৪৫ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম


নরসিংদীতে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার (০৬ ডিসেম্বর) নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী সদর মডেল থানাধীন রাঙ্গামাটিয়া মহল্লার সিরাজ মিয়ার ছেলে হৃদয় মিয়া (৩১), দক্ষিন কান্দা পাড়া মহল্লার মোস্তফা মিয়ার ছেলে সুজন মিয়া (২৬) ও আমির হোসেন  এর ছেলে বিজয় মিয়া (২৩)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকার দক্ষিণ কান্দাপাড়া সাকিনস্থ বাংলা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের দখল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত হৃদয়ের বিরুদ্ধে ইতোপূর্বে ৮টি, সুজনের বিরুদ্ধে ৪টি ও বিজয়ের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।



এই বিভাগের আরও