নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
২০ জানুয়ারি ২০২২, ০২:৩৩ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড়ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
নিহত ব্যক্তির নাম মো. নবী হোসেন (৫০)। নবী হোসেন নরসিংদী পৌরসভার কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামারগাঁও এলাকার মৃত আলমাছ মিয়ার দুই ছেলে আলী হোসেন ও নবী হোসেনের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল থেকেই তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ৯টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই একপর্যায়ে আলী হোসেন তাঁর ছোটভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করেন। স্বজন ও উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার জানান, নবী হোসেনকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পেটের নিচের অংশের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
নিহত নবী হোসেন ছোটভাই বিল্লাল হোসেন জানান, সকাল থেকে বড় ভাই আলী হোসেন অপর ভাই নবী হোসেনের জমি থেকে মাটি কেটে এনে বাড়িতে রাখছিলেন ভিটি ভরাটের জন্য। ওই সময় নবী হোসেন সেখানে গিয়ে তাকে বলেন, এই মাটি তো আমার, এখান থেকে মাটি কেন কাটা হচ্ছে? এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে যায়। এরই মধ্যে হাতাহাতির একপর্যায়ে উত্তেজিত অবস্থায় আলী হোসেন একটি ছুরি এনে নবী হোসেনের তল পেটে ঢুকিয়ে দেন। এরপরই নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, নিহত ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই পলাতক। অভিযোগ পাওয়ার পর মামলা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- নরসিংদী আর্মি ক্যাম্পে (১২ ল্যান্সার) অভিযোগ গ্রহণের সময় ও যোগাযোগ নম্বর:
- দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ২ জন গ্রেপ্তার
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ