লেখক মোশাররফ হোসেন এর স্মরণ সভা অনুষ্ঠিত

১২ মার্চ ২০২২, ০৮:১১ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম


লেখক মোশাররফ হোসেন এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে লেখক, সংগঠক ও মুক্তিযুদ্ধের গবেষক মোশাররফ হোসেন সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার (১২ মার্চ) বিকালে সদর উপজেলার করিমপুর পাবলিক ইনস্টিটিউট প্রাঙ্গণে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।

করিমপুর ছাত্র যুব ফোরাম, গো ফর ফিউচার ও করিমপুর গ্রেজুয়েট ক্লাব আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় দ্যুতিময় দুয়ার এর প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, সাংবাদিক আসাদুজ্জামান রিপন, শান্ত বণিক প্রমুখ। 



এই বিভাগের আরও