নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

২৪ মে ২০২২, ০৩:৫৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম


নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন, নৃত্য ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে তিনটি ইভেন্টে বিদ্যালয়টির বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণসহ অংশগ্রহণকারীদের স্বান্ত্বনা পুরষ্কার দেয়া হয়।  

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের লুকায়িত সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করা এবং তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করে মানব সম্পদে তৈরি করা। তাদের রয়েছে বিভিন্ন বিভিন্ন মেধা ও দক্ষতা যা অন্য স্বাভাবিক শিশুদের চেয়ে অনেক বেশি প্রতিভা সম্পন্ন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার, মোসাঃ সায়লা খাতুন ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফুল ইসলাম খান।



এই বিভাগের আরও