সততার চর্চা না করলে দেশকে এগিয়ে নেয়া যাবে না: জেলা প্রশাসক
১৫ মার্চ ২০২৩, ০৭:৫৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেছেন, সঠিকভাবে সততার চর্চা না করলে দেশকে সামনে এগিয়ে নেয়া যাবে না। দুর্নীতি দূরীকরণে সকলকে সততার চর্চা করতে হবে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন বিদ্যালয়ের সততা সংঘের সদস্যরা অংশ নেয়।
এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমরা সদা সত্য কথা বলিব’- এ প্রত্যয় নিয়ে যখন আমরা সত্য কথা বলতে শুরু করি, তখন বলতে শোনা যায় যে, লোকটি কেমন বোকা, সে শুধু শুধু সব সত্য কথা বলে ফেলে। আসলে সত্যি কথা বললে যদি কেউ বোকা হয়, তা হলে আমরা মনে করি বোকা মানুষই ভাল। চালাকি করে যদি আমরা সত্যকে আড়াল করে রাখি, তো জীবনটা দূর্বিসহ হয়ে যাবে। দেশটা ধ্বংসের দিকে চলে যাবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতিদমন কমিশন, সমন্বিত জেলা গাজীপুর এর উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার ও উপ-সহকারী পরিচালক মোঃ আশরাফ চৌধুরী।
জেলা প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক তফাজ্জল হোসেন, সততা সংঘের সদস্য নাবিলা খানম, মাইশা আক্তার মায়া, রেজোয়ানা কবির, মোঃ সজীব মিয়া, সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক প্রমুখ।
অপরদিকে, বিকেল তিনটায় একই লক্ষ্যে শিবপুর অডিটরিয়ামে সততা সংঘের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূর উদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সততা'র মনোভাব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন।
উভয় সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে মেজারিং স্কেল, স্কুল খাতা, জ্যামিতি বক্স, পানির পট, টিফিন বক্স, কলম, কলমদানি, ছাতা, ডাস্টবিন, পার্স ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক