নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে নরসিংদীতে উদ্যোক্তা মেলা

২৩ জুলাই ২০২৩, ০৮:৫০ এএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৩৩ এএম


নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে নরসিংদীতে উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক:

৫০ জন নারী উদ্যোক্তার তৈরী পণ্য নিয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা। শনিবার দিনব্যাপী পৌর শহরের শেখ রাসেল মাঠে এই মেলার আয়োজন করে "নারী উদ্যোক্তাদের মেলা" নামে একটি ফেসবুক গ্রুপ।

 

মেলায় ৩০ টি স্টলে পাটজাত পণ্য, ব্লক, বাটিক, পুথি এবং কাঠের তৈরী কারুপণ্য, খাদ্যপণ্য, গাছের চারা ও থ্রি পিসসহ প্রায় শতাধিত পণ্যের সমাহার ছিলো।নান্দনিক এসব পণ্য তুলনামূলক কম মূল্যে পেয়ে খুশি ক্রেতা এবং দর্শনার্থীরা। আয়োজকরা বলছেন, নারীদের কাজকে সর্বসাধারণের সামনে তুলে ধরতেই এই আয়োজন।