রেড ক্রিসেন্ট নরসিংদী ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ এএম


রেড ক্রিসেন্ট নরসিংদী ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিট এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিট এর সেক্রেটারী হাজি আব্দুল সাত্তার।

এসময় ইউনিট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত,  আলহাজ্ব তোফায়েল হোসেন, মানিক লাল সূত্রধর, রুনা বেগম, নাসরিন ইসলাম সবুজ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিট এর ইউনিট লেভেল অফিসার ইমরান হুসেন, যুব প্রধান মাহমুদুল হাসান মাহফুজ সহ ইউনিট এর অন্যান্য যুব সদস্য ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও