ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

১০ মার্চ ২০২৫, ০৭:৪৬ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৭:০৪ এএম


ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার দুপুর বারোটার দিকে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে নারী অঙ্গন নামে একটি সামাজিক সংগঠন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। সাড়ে বারোটার দিকে একই স্থানে নরসিংদী সরকারি কলেজ ছাত্রদলের ব্যনারে আরেকটি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী ও শিক্ষকরা কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দাবী করেন। এছাড়া, কেন ধর্ষণ হচ্ছে তা খুঁজে বের করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়। নারী অঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান নাদিরা ইয়াসমিন সহ অন্যান্যরা। অপরদিকে, ছাত্রদলের ব্যনারে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সাবিকুল হাসান দুলাল ,নাইম ,সানবির আহমেদ নিবিড় প্রমুখ।