নরসিংদীতে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ একজন গ্রেপ্তার

০১ জানুয়ারি ২০১৯, ০২:১২ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০১:২৬ পিএম


নরসিংদীতে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে একটি বিদেশি পিস্তলসহ সাখাওয়াত হোসেন সাকু (২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের পূর্ব দত্তপাড়া এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া সাখাওয়াত হোসেন পূর্ব দত্তপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে।


অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শাহরিয়ার আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৪ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।



এই বিভাগের আরও