নরসিংদীতে আরও ২০ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৫৫ জন

২১ মে ২০২০, ১১:১১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১২:১৭ এএম


নরসিংদীতে আরও ২০ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৫৫ জন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নতুন করে আরও ২০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) ৭১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া এর আগে জেলা হাসপাতাল থেকে পাঠানো ৬টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৫৫ জনে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে নরসিংদী সদর থানা এলাকায় ১৮ জন, মনোহরদী থানা এলাকার ০১ জন ও শিবপুর থানা এলাকার ০১ জন।

 

 

 



এই বিভাগের আরও