নরসিংদীতে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত

০১ জুন ২০২০, ০৫:০৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৯:০২ এএম


নরসিংদীতে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গণপরিবহনে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

 

গণপরিবহন চলাচল শুরু হওয়ার প্রথম দিন সোমবার (০১ জুন) ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন পরিবহনে নিয়মানুযায়ী যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কী না তা তদারকি করা হয়। এছাড়া জেলার সদর, রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলার বিভিন্ন সড়কগুলোতে গণপরিবহনে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন তদারকি করা হচ্ছে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।



এই বিভাগের আরও