২০ লাখ টাকায় বিক্রি হল সাকিবের স্বপ্নের ব্যাট
২৩ এপ্রিল ২০২০, ০৩:১৪ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০১:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসে দুস্থদের সহায়তার জন্য সাকিব আল হাসানের নিলামে তোলা ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। নিলামের শেষ সময় ছিল রাত ১১টা। কিন্তু আগ্রহীদের সংখ্যা এত বেশি ছিল যে সময় ১৫ মিনিট বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় তারকা সাকিব আল হাসানের ইতিহাস গড়া ব্যাট নিজের করে নিতে দাম কষাকষি হয়েছে অনেক। পাঁচ লাখ টাকা ভিত্তিমূল্যের চার গুণ বেশি টাকা দিয়ে এটি কিনে নেন এক আমেরিকা প্রবাসী বাংলাদেশী।
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। করোনা তহবিল আরও বাড়াতে ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তুলেছিলেন এই অলরাউন্ডার। বুধবার রাতে অনেক আগ্রহীর মধ্যে ২০ লাখ টাকায় রানের ফোয়ারা ছোটানো সাকিবের ‘এসজি’ ব্যাট নিজের করে নিয়েছেন রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি।
পুরো অর্থই যাবে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এ। ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের সেবায়। এতটা দাম পেয়ে স্বভাবতই আনন্দিত সাকিব। নিলামে ব্যাট বিক্রির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন এই তারকা।
সাকিব লিখেছেন, অকশন ফর অ্যাকশন-এর আয়োজিত দাতব্য নিলামে তোলা আমার ২০১৯ বিশ্বকাপের বিশেষ ব্যাটটির জন্য যারা বিড করেছেন, তাদের সবাইকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। পুরো টাকাটাই যাবে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এ এবং ব্যয় করা হবে সুবিধাবঞ্চিতদের জন্য।
নতুন কোনও স্মারক নিয়ে আবারও নিলামে আসার কথা জানিয়ে রাখলেন সাকিব, আমরা এমন এক চ্যালেঞ্জের সামনে, যেটির মুখোমুখি আগে কখনও হতে হয়নি। সাধ্য অনুযায়ী প্রত্যেকের সাহায্য প্রয়োজন এই যুদ্ধ জেতার জন্য। প্রত্যেককে ধন্যবাদ দিতে হবে, যারা এই নিলামে অংশ নিয়েছিলেন। আশা করছি শিগগিরই নতুন কোনও স্মারক নিয়ে হাজির হবো, যেটির মূল্য আপনার কাছে আছে।
এর আগে মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে সাকিব বলেছিলেন, ‘আমি আগেই বলেছিলাম, আমার একটি ব্যাট নিলামে তুলতে চাই। সিদ্ধান্ত নিয়েছি, যে ব্যাটটি ২০১৯ বিশ্বকাপে ব্যবহার করেছি, সেটিই নিলামে তুলবো। এটা আমার আমার প্রিয় একটি ব্যাট।’
গত বিশ্বকাপে এই একটি ব্যাট দিয়েই তিনি খেলেছেন গোটা টুর্নামেন্ট। করেছেন রান উৎসব। দলীয় পারফরম্যান্সে বাংলাদেশের অবস্থা যাচ্ছেতাই হলেও ব্যক্তিগত জায়গায় ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে সাকিব ছিলেন অনন্য। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে তুলেছিলেন ৬০৬ রান। পাঁচ হাফসেঞ্চুরির সঙ্গে ছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সেঞ্চুরিও।
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের অনেক ক্রিকেটারই তাদের স্মরণীয় মুহূর্তের কিছু নিলামে তোলার উদ্যোগ নিয়েছেন। দিনকয়েক আগে ফেসবুক লাইভে এসে বাংলাদেশের ক্রিকেটারদের এমন কিছু করা যায় কিনা, সে ব্যাপারটি ভেবে দেখার আহ্বান জানিয়েছেন সাকিব। তার সেই আহ্বানে সাড়া দিয়ে মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন, সেটি নিলামে তুলতে চেয়েছেন। সাকিব শুধু আগ্রহ দেখানো নয়, সবার আগে তার ব্যাট নিলামেও তুললেন।
বিভাগ : খেলা
- রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- নিখোঁজের একদিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
- মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
- মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
- শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
- বিগত ১৫ বছরের অন্যায় জুলুম কেউ যদি ফিরিয়ে আনতে চায় পরিণতি হবে ভয়াবহ :ড. আবদুল মঈন খান
- ছাত্রনেতা বিল্লাল হোসেন রনির শাহাদাত বার্ষিকী পালন
- নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
- বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় :ড. আবদুল মঈন খান
- রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- নিখোঁজের একদিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
- মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
- মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
- শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
- বিগত ১৫ বছরের অন্যায় জুলুম কেউ যদি ফিরিয়ে আনতে চায় পরিণতি হবে ভয়াবহ :ড. আবদুল মঈন খান
- ছাত্রনেতা বিল্লাল হোসেন রনির শাহাদাত বার্ষিকী পালন
- নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
- বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় :ড. আবদুল মঈন খান