দুবাইয়ে চলছে ১৩ তম আইপিএল আয়োজনের প্রস্তুতি
১৮ জুলাই ২০২০, ০৯:৪০ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক:
এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সেটা আটকে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের ‘নিয়মরক্ষার ঘোষণার’ জন্য। এরই মধ্যে আরব আমিরাত জানিয়ে দিয়েছে, আইপিএলের ক্রয়োদশ আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। গালফ নিউজকে দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়েছেন, ‘দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯টি পিচ রয়েছে। এখানে বড় ইভেন্ট আয়োজনে তাই সমস্যা হবে না। পিচগুলোকে পর্যাপ্ত বিশ্রাম দিতে এখানে কোন ম্যাচ আয়োজনের সূচি রাখা হয়নি।’ দুবাই স্পোর্টস সিটির মধ্যেই রয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আইসিসির ক্রিকেট একাডেমী।
ভারতের করোনা পরিস্থিতির উন্নতি নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাই দেশের বাইরে ১৩ তম আইপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানায়। আয়োজক হতে আগ্রহ দেখায় শ্রীলঙ্কা, আরব আমিরাত ও নিউজিল্যান্ড। অতীত অভিজ্ঞতা থাকায় বিসিসিআইয়ের পছন্দ আরব আমিরাতকে; এমনটাই জানিয়ে আসছিল ভারতের সংবাদমাধ্যমগুলো। দুবাই স্পোর্টস সিটির প্রধানের কথায় সে ধারণা সত্যি বলে প্রমাণিত হলো।
আইপিএলের ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয়ার মূল কারণ; দেশটির অবকাঠামো। দুবাই, শারজাহ ও আবুধাবির ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি নয়। অনুশীলন সুবিধা ও আন্তর্জাতিক মানের হোটেলসহ বিশ্বের সঙ্গে সহজ বিমান যোগাযোগ ব্যবস্থা।
এর আগে দুইবার ভারতের বাইরে আয়োজিত হয়েছে আইপিএল। দুইবারই ভারতের সাধারণ নির্বাচনের জন্য। ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরের পুরোটাই অনুষ্ঠিত হয় রংধনুর দেশ দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ তে আইপিএলের সপ্তম আসরের ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয় আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবিতে। সেমিফাইনাল ও ফাইানালসহ বাকি ৪০ ম্যাচ হয় ভারতে।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসা মাত্রই আইপিএলের সূচি ঘোষণা করবে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ ও আউটলুক ইন্ডিয়ার খবর অনুযায়ী, আগামী ২৪শে সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩ তম আসর। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাদ দিয়ে এমনটাই দাবি করেছে জি নিউজ ও আউটলুক ইন্ডিয়া।
বিসিসিআইয়ের তৈরি ওই রূপরেখায় আরো জানানো হয়েছে, আগস্টের তৃতীয় সপ্তাহে ৩৫ সদস্যের ভারতীয় দল আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে। চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এরপর দেশে ফিরে না এসে ভারতীয় ক্রিকেটাররা যোগ দেবেন নিজ নিজ আইপিএল দলে। নভেম্বরের ৮ তারিখ আইপিএলের ফাইনাল শেষে আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। ডিসেম্বর-জানুয়ারিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
বিভাগ : খেলা
- রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- নিখোঁজের একদিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
- মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
- মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
- শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
- বিগত ১৫ বছরের অন্যায় জুলুম কেউ যদি ফিরিয়ে আনতে চায় পরিণতি হবে ভয়াবহ :ড. আবদুল মঈন খান
- ছাত্রনেতা বিল্লাল হোসেন রনির শাহাদাত বার্ষিকী পালন
- নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
- বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় :ড. আবদুল মঈন খান
- রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- নিখোঁজের একদিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
- মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
- মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
- শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
- বিগত ১৫ বছরের অন্যায় জুলুম কেউ যদি ফিরিয়ে আনতে চায় পরিণতি হবে ভয়াবহ :ড. আবদুল মঈন খান
- ছাত্রনেতা বিল্লাল হোসেন রনির শাহাদাত বার্ষিকী পালন
- নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু
- বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় :ড. আবদুল মঈন খান