করোনাভাইরাস: এশিয়ায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ভারত

১৩ জুন ২০২০, ০৬:১৭ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৬:৫১ পিএম


করোনাভাইরাস: এশিয়ায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

লকডাউন তোলার পর থেকেই ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্য। ইতোমধ্যে এশিয়ার মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুতে সবার শীর্ষে পৌঁছে গেছে ভারত। দেশটিতে শনিবার (১৩ জুন) সকাল পর্যন্ত অন্তত ৮ হাজার ৮৮৬ জন করোনায় মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশটি নতুন রোগী বেড়েছে ১১ হাজার ৭৭৫ জন। ফলে, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন। এখন বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ ভারত। তালিকায় তাদের ওপর রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

ভারতে বর্তমানে প্রতি ১৭.৪ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেও এটি ছিল ১৫.৪। তবে সংক্রমণ বাড়লেও ভারতে আশা দেখাচ্ছে সুস্থতার হার। দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৪৯ শতাংশ।

ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৪১ জন। দ্বিতীয় তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। তৃতীয় দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে।

আগামী ১-২ মাসের ভেতর ভারত করোনা সংক্রমণের শিখরে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ আরও কঠোর করতে রাজ্যগুলোর কাছে ইতোমধ্যেই বার্তা পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। (সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস)


বিভাগ : বিশ্ব